Header Ads

Header ADS

মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং সামগ্রী পরীক্ষার নিয়মাবলী

মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং সামগ্রী পরীক্ষার নিয়মাবলীঃ-
পাথর পরীক্ষাঃ
  • ৩/৪” ডাউন সাইজ ঠিক আছে কিনা 
  • ওয়েল গ্রেডেড পরীক্ষা করতে হবে ( অর্থাৎ ৬০% হবে ৩/৪” , ৩০% হবে ১/২” এবং পাই ১০% )
  • বোল্ডার হইতে পাথর ভাংগা কিনা 
  • সিঙ্গেল থাকবে না বা সিঙ্গেল হইতে ভাংগা হবে না 
  • কাদা মুক্ত পাথর হতে হবে 
  • মরা পাথর থাকবে না ( অপেক্ষাকৃত কম হাল্কা পাথর মরা পাথর বলে ) 
  • এক ঘনফুট পাথরের ওজন ১৬০ থেকে ১৭০ পাউন্ড হতে হবে । 
ছবিঃ পাথর

বালি পরীক্ষাঃ
  • শুকনা বালি এক হাতের তালুতে রেখে অন্য হাতের বৃদ্ধা আঙ্গুল কয়েক বার ঘসে হাতের বালি ফেলে দেই। যদি হাতের তালুতে বালি লেগে থাকে তাহলে বালিতে মাটির উপস্থিতি বুঝা যায়। 
  • কাচের গ্লাসে এক ভাগ বালি ও তিন ভাগ মিশালে ৩০ সেকেন্ডের মধ্যে সব বালি নিচে পরে যায় এবং উপরে স্বচ্ছ পানি থাকে তাহলে বালি ভালো।
  • বালির স্তূপের উপরে পানি স্প্রে করলে কাদা বা জৈব পদার্থের উপস্থিতি বুঝা যায় । 
  • প্রথমে ৩% সোডিয়াম হাইড্রো অক্সাইড (৩ গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড কচের গ্লাসে রেখে পানি দিতে দিতে ১০০ মিলি দাগ পর্যন্ত ) এর সলিউশন ও বালি উত্তমরুপে মিশিয়ে ২৪ ঘণ্টা রেখে দিতে হবে । যদি পানির রঙ গাড় হলুদ বর্ণ হয় তবে বালিতে জৈব পদার্থের উপস্থিতি আছে বুজতে হবে । 

ছবিঃ বালি


সিমেন্ট পরীক্ষাঃ
 
  • এক মুঠো সিমেন্ট দিয়ে যদি পিন্ড করানো যায় তবে সিমেন্ট ভাল।
  • সিমেন্ট ব্যাগে যদি দুই আঙ্গুল ঢুকালে ঠাণ্ডা অনুভব হয় তাহলে সিমেন্ট ভাল।
  • এক গ্লাস পানিতে এক মুঠো সিমেন্ট ছেড়ে দেই যদি ডুবে যায় তাহলে সিমেন্ট ভাল ।
  • এক মুষ্টি সিমেন্ট পানির মধ্যে ধরি , যদি কিছুখন পর গরম অনুভুতি হয় তাহলে সিমেন্ট ভাল।
ছবিঃ সিমেন্ট
ইট পরীক্ষাঃ 
  • ভাল ইট ৯-১/২” × ৪-১/২” × ২-৩/৪” আদর্শ সাইজের হবে, (Edge) গুলো তীক্ষ্ণ হবে এবং সমস্ত হবে । 
  • দুইটি ইট পরস্পর আঘাত করলে মেটালিক সাউন্ড হবে। 
  • দুইটি ইটের সাহায্যে টি ( T ) গঠন করে ৫ ফুট উপর হতে সমতল ও শক্ত ভুমির উপর ফেলে দিলে যদি না ভাঙ্গে তবে ইট ভাল। একটি ইট পানিতে ভিজালে উহা তার নিজস্থ ওজনের হায়েস্ট ১৫%-২০% পানি শোষণ করবে , ইটের ন্যূনতম ওজন ৫-৬ পাউন্ড হবে।
ছবিঃ ইট

1 comment:

  1. খুবই উপকারী পোষ্ট।
    ধন্যবাদ

    ReplyDelete

Powered by Blogger.